বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। একসময়ের দাপুটে এই ক্লাবটি বিগত বছরগুলোতে ব্যর্থতার বৃত্তে ছিল বন্দী। গত প্রিমিয়ার লিগেও তারা তলানিতে থেকে অবনমিত হয়ে নেমে যায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। ১৮ ম্যাচের মাত্র একটিতে জিতেছিল ব্রাদার্স, হেরেছিল ১৩ ম্যাচে। অথচ একসময় দেশের ফুটবলে জায়ান্ট কিলার নামেই পরিচিত ছিল দলটি। তবে অবশেষে ঐতিহ্য হারিয়ে ফেলতে বসা দলটির হাল ধরলেন ইশরাক হোসেন। আহ্বায়ক কমিটির দায়িত্ব নিয়ে দিলেন হারানো গৌরব ফেরানোর প্রতিশ্রুতি।
গোপীবাগের ক্লাবটির দায়িত্ব নিয়ে শনিবার (১৭ আগস্ট) ক্লাবের কর্মকর্তা, সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, ক্লাবটিকে নতুনভাবে ঢেলে সাজাতে চান। ইশরাক বলেন, ‘উদ্দেশ্য একটাই, ব্রাদার্স ইউনিয়নকে আগের গৌরবের জায়গায় ফিরিয়ে আনা। বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা।’
গোপীবাগের এই ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং আজীবন সদস্য প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। দায়িত্ব নিয়ে ইশরাক আরও বলেন, ‘ফুটবল, ক্রিকেট, প্রয়োজনে আরও অন্যান্য খেলার জন্য দল গঠন করবো। আরেকটি পরিকল্পনা আছে, ব্রাদার্স ইউনিয়নের যে ক্লাবটি আছে, এখানে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা।’
অবনমিত হয়ে যাওয়া ব্রাদার্সকে আসছে লিগে বিশেষ বিবেচনায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৪-২৫ মৌসুমের দলবদল কার্যক্রম শেষ হবে আগামী ২২ আগস্ট। অর্থাৎ দল গুছিয়ে নেওয়ার খুব একটা সময় পাবেন না ইশরাক। তবে তিনি এই অল্প সময়েই দল গুছিয়ে নিতে চান।
তিনি বলেন, ‘এখন যে পরিস্থিতি, তাতে সময় খুবই কম। তবে এরই মধ্যে চেষ্টা করবো দল গুছিয়ে নেওয়ার। যাতে আসন্ন লিগে ব্রাদার্স ইউনিয়ন খেলতে পারে। এরপর আস্তে আস্তে কমপ্লেক্স, কাঠামো ও অন্যান্য আনুসাঙ্গিক দিকে মনোযোগ দিবো।’
এর আগে সবশেষ ক্লাবটির সভাপতি ছিলেন কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল।